‘গোলাগুলি’র স্থান পরিদর্শন করলেন স্বরাষ্ট্রমন্ত্রী
Comments are closedবান্দরবানে থানচির দুর্গম পাহাড়ে গতকাল বিজিবি’র সঙ্গে মিয়ানমারের একটি বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠির গোলাগুলির পর ঘটনাস্থল পরিদর্শন করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এসময় তার সঙ্গে ছিলেন বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদ। এদিকে, গতরাতে রাঙামাটির তাইদং পাড়া থেকে অং ইউ ইয়াং রাখাইন নামে বিচ্ছিন্নতাবাদী সংগঠন আরাকান আর্মির এক সহযোগীকে আটক করে যৌথবাহিনী। এর আগে বুধবার সকাল থেকে আরাকান আর্মির সঙ্গে শুরু হওয়া সংঘর্ষে বিজিবির এক সদস্য আহত হয়। প্রায় ৫ ঘণ্টা থেমে থেমে গোলাগুলির পর সেনাবাহিনী ও বিজিবি যৌথ অভিযান চালায়।