গ্যাটকো মামলায় খালেদাকে আদালতে হাজিরের নির্দেশ
Comments are closedগ্যাটকো দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ অন্যান্য আসামীদের আগামী ১৩ই এপ্রিলের মধ্যে আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন আদালত। সকালে ঢাকার বিশেষ জজ আদালত তিনের বিচারক আবু আহমেদ জমাদার এই নির্দেশ দেন। ২০০৭ সালে তত্তাবধায়ক সরকারের সময়ে খালেদা জিয়া, তার ছোট ছেলে আরাফাত রহমান কোকোসহ ১৩ জনের বিরুদ্ধে রাজধানীর তেঁজগাও থানায় এ মামলাটি মামলা দায়ের করে দুর্নীতি দমন কমিশন-দুদক। ঠিকাদার প্রতিষ্ঠান গ্যাটকোকে দিয়ে রাষ্ট্রের কমপক্ষে ১৪ কোটি ৫৬ লাখ টাকার ক্ষতির অভিযোগ আনা হয় এ মামলায়।