গ্যাসের আগুনে দগ্ধ মার্কিন দূতাবাসের কর্মকর্তার মৃত্যু
Comments are closed
রাজধানীর উত্তরায় গ্যাসের আগুনে দগ্ধ দুই সন্তানের মৃত্যুর পর এবার মারা গেলেন মার্কিন দূতাবাসের কর্মকর্তা শাহনেওয়াজ। আর ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে চিকিৎসাধীন তার স্ত্রী সুমাইয়া আক্তারের অবস্থাও আশঙ্কাজনক। গতকাল শাহ নেওয়াজের মৃত্যুর কিছু আগে তাদের দেখতে গিয়েছিলেন মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট। মর্মান্তিক ঘটনার শিকার ওই পরিবারের জন্য সকলের দোয়া চান তিনি। শুক্রবার সকালে গ্যাসের চুলার পাইপ লাইন বিস্ফোরণে পরিবারটির পাঁচ সদস্য দগ্ধ হন। তবে ৬ শতাংশ দগ্ধ মেজ ছেলে জারিফ বিন নেয়াজের অবস্থা আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসক।