গ্যাস ও বিদ্যুতের দাম বাড়ানোর প্রতিবাদে বিএনপির বিক্ষোভ
Comments are closedগ্যাস ও বিদ্যুতের দাম বাড়ানোর প্রতিবাদে ৫ই সেপ্টেম্বর সারাদেশে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট। বিকেলে গণমাধ্যমে পাঠানো বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।গ্যাস ও বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রতিবাদে ৬ই সেপ্টেম্বর কালো পতাকা হাতে জ্বালানি মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচি দিয়েছে ভাড়াটিয়া পরিষদ। দুপুরে জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে পরিষদের নেতারা বলেন, ৫ই সেপ্টেম্বরের মধ্যে দাম কমানো না হলে এই কর্মসুচি পালন করবেন তারা।