গ্রিসের নতুন অর্থমন্ত্রী সাকালোতস
Comments are closedগ্রিসের নতুন অর্থমন্ত্রী হিসেবে নিয়োগ পেয়েছেন ইউক্লিড সাকালোতস। তিনি সাবেক অর্থমন্ত্রী ইয়ানিস ভারদোফাকিসের স্থলাভিষিক্ত হলেন। ভারদোফাকিস গতকাল পদত্যাগ করেন। ধারণা করা হচ্ছে, ইউরোজোনের সঙ্গে আলোচনায় গতি আনতে সাকালোতসকে নিয়োগ দেয়া হল। এর আগে নতুন এই অর্থমন্ত্রী দেশটির প্রধান অর্থনৈতিক মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করেন।