গ্রেনেড হামলায় খালেদা জিয়া ও তারেক রহমান জড়িত: প্রধানমন্ত্রী
Comments are closed২১শে আগস্ট গ্রেনেড হামলার সঙ্গে খালেদা জিয়া ও তারেক রহমান জড়িত উল্লেখ করে ওই ঘটনার বিচার হবেই বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২১শে আগস্টের ঘটনায় রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে নির্মিত অস্থায়ী শহীদ বেদীতে বিকেলে শ্রদ্ধা জানিয়ে এক স্মরণসভায় তিনি একথা বলেন। এসময় প্রধানমন্ত্রী আরও বলেন, ওই হামলার পর তৎকালিন বিএনপি-জামায়াত জোট সরকার আলামত নষ্ট করে এবং আসামীদের বিদেশে পালিয়ে যেতে সাহায্য করে প্রমাণ করেছে তারা এর সঙ্গে জড়িত।