চট্রগ্রাম ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষ, আহত ২০
Comments are closedচট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে হাটহাজারী থানার ওসি ও ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখা সভাপতিসহ ২০ জন আহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানান,ছাত্রলীগ সভাপতি আলমগীর টিপুর অনুসারী সিক্সটি নাইন ও সাধারণ সম্পাদক ফজলে রাব্বি সুজনের অনুসারী সিএফসি নামের দুই গ্রুপের কর্মীরা দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এর আগে, ভর্তিচ্ছুদের শুভেচ্ছা জানাতে বিশ্ববিদ্যালয় রেল স্টেশনে মিছিল করার সময় হাতাহাতিতে জড়িয়ে পড়ে তারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিপেটার পাশাপাশি ফাঁকা গুলি ছোড়ে।