চলছে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন
Comments are closedশুরু হয়েছে ভারতের পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন। প্রথম দফায় মাওবাদীদের পুরনো ঘাঁটি বলে পরিচিত জঙ্গলমহলের ১৮টি কেন্দ্রে ভোট নেওয়া হচ্ছে। পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া ও বাঁকুড়ার জঙ্গল-অধ্যুষিত এলাকাই জঙ্গলমহল নামে পরিচিত। সকাল ৭টায় শুরু হওয়া ভোটগ্রহণ চলবে বিকেল ৩টা পর্যন্ত। সেজন্য নির্বাচনী এলাকার নিরাপত্তা ব্যবস্থা জোরদার কর হয়েছে। পুলিশের পাশাপাশি নিরাপত্তায় নিয়োজিত রয়েছে কেন্দ্রীয় বাহিনীর সদস্যরাও।
২০১১ সালের বিধানসভা নির্বাচনের ফলাফলের ভিত্তিতে এ তিন জেলায় এগিয়ে আছে তৃণমূল কংগ্রেস। অন্যদিকে বাম এবং কংগ্রেস জোট হওয়ায় জেলাগুলোতে ভালো ফল করতে আশাবাদী বিরোধী জোটও।