চাঁদপুরের গৃহকর্মী জান্নাতুলকে নির্যাতনকারী গৃহকর্তা গ্রেফতার
Comments are closedচাঁদপুরের আট বছরের ছোট্ট শিশু জান্নাতুল ফেরদৌসকে নির্যাতনকারী গৃহকর্তা ওমর ফারুককে গাজীপুরের জয়দেবপুর এলাকা থেকে পুলিশ গ্রেফতার করেছে। গতকাল গাজীপুর মহানগরীর দেশীপাড়া এলাকা থেকে জয়দেবপুর থানা পুলিশের সহায়তায় তাকে গ্রেফতার করা হয়। জয়দেবপুর থানার ওসি খন্দকার রেজাউল হাসান জানান, ওমর ফারুক-মনি বেগম দম্পতির বাসায় গৃহকর্মীর কাজ করতো ওই শিশুটি। তাকে অমানবিকভাবে নির্যাতন করা হয়েছে। এ ঘটনায় ওমর ফারুক, তার স্ত্রী মনি বেগম ও শিশুটিকে কাজ দিতে নিয়ে যাওয়া মোস্তফা সরদারকে আসামি করে শিশু নির্যাতন দমন আইনে মামলা করা হয়েছে বলেও জানান তিনি।