চাক ব্লেজারের উপর আজীবন নিষেধাজ্ঞা
Comments are closedফিফার সাবেক নির্বাহী কমিটির সদস্য ও কনকাকাফের সাধারণ সম্পাদক চাক ব্লেজারকে ফুটবল সম্পর্কিত সকল কার্যক্রম থেকে আজীবন নিষিদ্ধ করা হয়েছে। ফিফার পক্ষ থেকে বিবৃতিতে ব্লেজারের বিরুদ্ধে অসদাচরণ ও শৃঙ্খলাভঙ্গ সহ মার্কিন প্রসিকিউটরদের সাথে আতাঁত ও গুপ্তচরবৃত্তির অভিযোগ আনা হয়েছে। ব্লেজার এর আগে এক স্বীকারোক্তিতে জানান, ১৯৯৮ ও ২০১০ সালে বিশ্বকাপ আয়োজনে ফিফার অন্যান্য নির্বাহী সদস্যদের সঙ্গে তিনিও আয়োজকদের কাছ থেকে ঘুষ গ্রহণ করেন। এছাড়া, ২০১২ সালে লন্ডনে ফিফার আনুষ্ঠানিক সভায় আড়ি পাতার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।