চার বছর পর ইরানে দূতাবাস খুলছে যুক্তরাজ্য
Comments are closedচার বছর পর ইরানে আবার নতুন করে দূতাবাস খুলছে যুক্তরাজ্য। এক বিবৃতিতে বিট্রিশ পররাষ্ট্র মন্ত্রী ফিলিপ হ্যামন্ড জানান, তেহরানে আজ নতুন করে ব্রিটিশ দূতাবাস যাত্রা শুরু করতে যাচ্ছে। ২০১১ সালের পর থেকে ক্রমেই দুদেশের সম্পর্কে উন্নতি হওয়ায় এ উদ্যোগ নেয়া হয়ে। এছাড়া একই দিন ইরান লন্ডনেও বন্ধ তাদের দূতাবাস খুলবে বলে জানায় ফিলিপ হ্যামন্ড।