চিনি আমদানিতে ২০ শতাংশ সংরক্ষণমূলক শুল্ক
Comments are closedচিনি আমদানিতে ২০ শতাংশ সংরক্ষণমূলক শুল্ক আরোপ করেছে জাতীয় রাজস্ব বোর্ড-এনবিআর। একই সঙ্গে পরিশোধিত ও অপরিশোধিত চিনি আমদানিতে টনপ্রতি ট্যারিফ মূল্য নির্ধারণ করে দেয়া হয়েছে। আজ এ সংক্রান্ত দুটি প্রজ্ঞাপন জারি করে এনবিআর। প্রজ্ঞাপন অনুযায়ী পরিশোধিত, রং ও ফ্লেভারযুক্ত চিনির টনপ্রতি ট্যারিফ মূল্য ৪০০ ডলার এবং অপরিশোধিত চিনির টনপ্রতি ট্যারিফ মূল্য ৩২০ ডলার নির্ধারণ করা হয়েছে।