চীনের মিসাইল মজুতের ঘটনায় নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র
Comments are closedদক্ষিণ চীন সাগরে চীনের মিসাইল মজুতের ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র। একই সঙ্গে এই ঘটনাকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলেও মন্তব্য করেছে দেশটি। আর এ ঘটনায় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি শিগগিরি চীনের সঙ্গে আলোচনায় বসবেন বলেও দেশটির পক্ষ থেকে জানানো হয়েছে। এর আগে, দক্ষিণ চীন সাগরে চীন মিসাইল মজুত করছে বলে এক প্রতিবেদনে দাবি করে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদ সংস্থা ফক্স নিউজ। এরপর ওই প্রতিবেদনের সত্যতা নিশ্চিত করে দ্বীপটির অপর দাবিদার তাইওয়ান।