‘চ্যাম্পিয়ন্স অব দ্য আর্থ’ সম্মাননায় ভূষিত প্রধানমন্ত্রী
Comments are closed‘চ্যাম্পিয়ন্স অব দ্য আর্থ’ সম্মাননায় ভূষিত হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় সুদূরপ্রসারী কর্মকাণ্ডের স্বীকৃতিস্বরূপ প্রধানমন্ত্রীকে এ পুরস্কার প্রদান করেছে জাতিসংঘ। জাতিসংঘ পরিবেশ কর্মসূচির নির্বাহী পরিচালক অচিম স্টেইনার এই খবর জানিয়ে বলেন, ‘বেশ কয়েকটি উদ্ভাবনীমূলক নীতিগত পদক্ষেপ এবং বিনিয়োগের মাধ্যমে জলবায়ূ পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলাকে বাংলাদেশ তার উন্নয়নের মূল প্রতিপাদ্য হিসেবে গ্রহণ করেছে। আর সে কারণেই এই পুরস্কার’ আগামী ২৭ সেপ্টেম্বর নিউইয়র্কে এ সম্মাননা প্রদান করা হবে। জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ড. একে আবদুল মোমেন বলেন, আন্তর্জাতিক টেলিকমিউনিকেশন ইউনিয়নের একটি পুরস্কার ক্যাটাগরিতেও নমিনেটেড হয়েছেন প্রধানমন্ত্রী। আশা করা যাচ্ছে ওই ক্যাটেগরিতেও পুরস্কৃত হবে বাংলাদেশ।