চ্যাম্পিয়ন্স লিগে গ্রুপ পর্বের শেষ রাউন্ডের খেলা শুরু
Comments are closedচ্যাম্পিয়ন্স লিগে গ্রুপ পর্বের শেষ রাউন্ডের খেলা শুরু আজ। প্রায় সব বড় দলই মোটামুটি নির্ভার। নকআউট পর্ব তাদের নিশ্চিত হয়ে গেছে আগেই। শুধু অস্বস্তি ম্যানচেস্টার ইউনাইটেড, আর্সেনাল ও চেলসি শিবিরে। এছাড়া একমাত্র ম্যানচেস্টার সিটিরই দ্বিতীয় রাউন্ড নিশ্চিত। আজ শুরু হচ্ছে ম্যানচেস্টার ইউনাইটেডকে দিয়েই। ভলফ্সবুর্গের মাঠে গিয়ে তাদের বিপক্ষে শুধু জয় পেলেই নিশ্চিত হবে নকআউট পর্ব। খেলাটি দেখাবে টেন অ্যাকশন। কোন দুশ্চিন্তা ছাড়াই মালমোর বিপক্ষে নামবে রিয়াল মাদ্রিদ। দেখা যাবে টেন স্পোর্টসের পর্দায়। ম্যানচেস্টার সিটির প্রতিপক্ষ বরুশিয়া মখেনগ্লাডবাখ। সরাসরি দেখা যাবে টেন এইচডিতে। আগেই দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করে রাখা জুভেন্টাস খেলবে সেভিয়ার বিপক্ষে। সবগুলি খেলাই শুরু হবে রাত পৌনে ২টায়।