চ্যাম্পিয়ন চট্টগ্রাম আবাহনী
Comments are closedদুই বাংলার ফুটবল লড়াইয়ে শ্রেষ্ঠত্বের প্রমাণ দিয়েছে চট্টগ্রাম আবাহনী লিমিটেড। কলকাতার ইস্টবেঙ্গল ক্লাবকে ৩-১ গোলে হারিয়ে শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপ চ্যাম্পিয়নশিপে শিরোপা জিতে নিয়েছে স্বাগতিক এই ক্লাবটি। জোড়া গোল করেছেন এলিটা কিংসলে। অন্য গোলটি হেমন্ত ভিনসেন্ট বিশ্বাসের। ৪০ হাজার দর্শক উপচানো গ্যালারি ম্যাচ শেষের পরেও উল্লাস-উৎসব করছে। অথচ এই গ্যালারিকেই শুরুতে স্তব্ধ করে দিয়েছিল ইস্ট বেঙ্গল। কিন্তু পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত স্মরণীয় এক জয় নিয়ে মাঠ ছাড়ল টুর্নামেন্টের আয়োজক দলটাই। ভিডিও কনফারেন্সের মাধ্যমে খেলাটি উপভোগ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ায় চট্টগ্রাম আবাহনীকে অভিনন্দনও জানান তিনি।