ছাত্রলীগের সংস্কারে টাস্কফোর্স গঠনের দাবি
Comments are closedছাত্রলীগকে নীতি ও আদর্শের পথে ফিরিয়ে আনতে আওয়ামী লীগের সিনিয়র নেতাদেরকে নিয়ে একটি টাস্কফোর্স গঠনের দাবি জানিয়েছেন আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য সুরঞ্জিত সেন গুপ্ত। দুপুরে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এক আলোচনা সভায় তিনি দাবি জানান। এসময় তিনি আরও বলেন,জঙ্গিবাদের নির্মূল করতে হলে এর অর্থায়নকে ধ্বংস করতে হবে। এছাড়া বিচারহীনতা দূরীকরণে বিচারবিভাগকে আধুনিক ও সময়োপযোগী করারও দাবি জানান তিনি।