ছাত্রলীগের সভাপতি সোহাগ, সম্পাদক জাকির
Comments are closedছাত্রলীগের ২৮তম জাতীয় সম্মেলনে সভাপতি হিসেবে সাইফুর রহমান সোহাগ এবং সাধারণ সম্পাদক হিসেবে মো. জাকির হোসেন নির্বাচিত হয়েছেন। সভাপতি সোহাগ দুই হাজার ৬৯০ ভোট, এবং সম্পাদক জাকির দুই হাজার ৬৭৬ ভোট পেয়ে নির্বাচিত হন। নির্বাচনে সভাপতি পদে ১০জন ও সাধারণ সম্পাদক পদে ১৬জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে রবিবার সন্ধ্যায় ছাত্রলীগ নেতা সুমন কুন্ডু, মোস্তাফিজুর রহমান মোস্তাক ও শেখ রাসেলের সমন্বয়ে গঠিত সম্মেলনের নির্বাচন কমিশনার এ ফলাফল ঘোষণা করেন। বাংলাদেশের ১১১টি ইউনিটের তিন হাজার ১৮৩জন কাউন্সিলরের মধ্যে দুই হাজার ৮১৯জন ভোটে অংশ নেন।