ছাত্রলীগের হামলার প্রতিবাদে শাবিপ্রবিতে শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা
Comments are closedসিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের হামলার প্রতিবাদে আগামীকাল কর্মবিরতি পালনের ঘোষণা দিয়েছে উপচার্যের পদত্যাগের দাবিতে আন্দোলনকারী শিক্ষকরা। এর আগে সকালে বিশ্ববিদ্যালয়ের পূর্ব ঘোষিত একাডেমিক কাউন্সিল ঠেকাতে শিক্ষকরা উপাচার্য ভবনের সামনে উপস্থিত হন। এসময় সেখানে পাল্টা অবস্থানে থাকা ছাত্রলীগ কর্মীদের সঙ্গে তাদের বাক বিতণ্ডা হয়। এক পর্যায়ে ছাত্রলীগ কর্মীদের হামলার শিকার হন ড. জাফর ইকবালের সহধর্মিনী ড.ইয়াসমীন হক,অধ্যাপক মো. ইউনুসহ অন্তত ১০ শিক্ষক। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আমিনুল হক ভূইয়ার পদত্যাগের দাবিতে গত ১৩ ই এপ্রিল থেকে আন্দোলন করে আসছে আওয়ামীপন্থী শিক্ষকরা।