ছেলেদের পছন্দ ক্যাজুয়াল শার্ট ও জিন্স
Comments are closedঈদে ছেলেদের ফ্যাশনেও এসেছে বৈচিত্র। শার্ট ও প্যান্টের বিভিন্ন কালেকশনে তরুনদের আগ্রহ বেশি। রাজধানীর বিভিন্ন মার্কেটে ক্রেতারা ঘুরে ফিরে দেখছেন,পছন্দ হলে কিনেও নিচ্ছেন। বেশী ঝুঁকছেন ক্যাজুয়াল শার্ট ও বিভিন্ন দেশি-বিদেশি জিন্সের দিকে। ছেলেদের পোশাকের জন্য খ্যাত রাজধানীর এলিফ্যান্ট রোড এলাকার বিভিন্ন ব্র্যান্ডের দোকাগুলোতে পাওয়া যাচ্ছে টম হীল ফিগার, আরমানী, লিবাইস, বারসাচি, হুগো বস, জিপ, ক্যালভিন নামক বিভন্ন ব্র্যান্ডের জিন্স। শার্টের মধ্যে রয়েছে ব্যান কলার ও ক্যাজুয়ালের সমারোহ। সবচেয়ে বেশি চাহিদা ক্যাজুয়াল শার্ট ও থাই জিন্সের দিকে। ঈদের দিন নিজেকে একটু আলাদাভাবে সাজানো ও আরামদায়ক পোষাকের তাগিদেই বিপনী-বিতানগুলোয় ভির জমাচ্ছেন ক্রেতারা।