ছয় উইকেটে হাড়লো সাসেক্স, উইকেট পাননি মুস্তাফিজ
Comments are closedন্যাটওয়েস্ট টি টোয়েন্টি ব্লাস্টে নিজের দ্বিতীয় ম্যাচে উইকেট পান নি কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। তার দল সাসেক্সও হেরেছে ছয় উইকেটে। সাসেক্সের দেয়া ১৫৪ রানের লক্ষ্যে ১০ বল হাতে রেখেই পৌঁছে যায় সারে। টস হেরে ব্যাট করতে নেমে ক্রেইগ কাচোপার ৪৫ ও ক্রিস ন্যাশের ৩৯ রানে ১৫৩ এর সংগ্রহ করে সাসেক্স। জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই, সারের অ্যারন ফিঞ্চ ফিরে যান সাজ ঘরে। তবে, জেসন রয় ও ডমিনিক সিবিলির ব্যাটে নিরাপদেই লক্ষ্যে পৌছে যায় তারা। নিজের প্রথম স্পেলে দুই ওভার বল করে ১৪ রান দেন মুস্তাফিজ। দ্বিতীয় স্পেলে এক ওভার এক বল করে খরচ করেন ১৭ রান। তবে, কোন উইকেট পান নি দ্য ফিজ। সাসেক্সের হয়ে মুস্তাফিজের পরবর্তী ম্যাচ ২৮ জুলাই হোভে গ্ল্যামারগনের বিপক্ষে।