জঙ্গিদের জামিনের বিষয়ে কঠোর হতে হবে : আইনমন্ত্রী
Comments are closedজঙ্গিদের জামিনের বিষয়ে বিচারপতিদের কঠোর হওয়ার আহ্বান জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। একইসঙ্গে জঙ্গিদের মামলা দ্রুত নিষ্পত্তির জন্য আলাদা কোনো ট্রাইব্যুনাল গঠনের প্রয়োজন নেই বলেও মন্তব্য করেন তিনি। বলেন, প্রচলিত আইনেই এই জঙ্গিদের বিচার সম্ভব। সকালে রাজধানীতে সহকারী জাজদের বুনিয়াদি প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। এখনো বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার সময় আসেনি উল্লেখ করে, যারা অপরাধ করছে তাদের বিষয়ে দেখা হচ্ছে বলেও জানান আইনমন্ত্রী। এদিকে, যারা জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদের দ্বারা সরকার উৎখাতের ষড়যন্ত্র করে তারা দেশপ্রেমিক নয় ,তারা দেশবিরোধী শক্তি-এমন মন্তব্য করেছেন ব্যারিস্টার নাজমুল হুদা। সকালে জাতীয় প্রেসক্লাবে এক মানববন্ধনে একথা বলেন তিনি। এছাড়াও আগামীকাল বিকেল ৩ টায় শহীদ মিনারের প্রতিবাদ সভায় ১৪ দলের সকল অঙ্গসংগঠনকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান