জঙ্গিদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখবে তুরস্ক
Comments are closedইরাকের উত্তরাঞ্চল ও সিরিয়ার সীমান্তবর্তী এলাকায় আইএস ও কুর্দি জঙ্গিদের ঘাঁটি লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে তুরস্ক। দেশটির প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে দেয়া বিবৃতিতে হামলার বিষয়টি নিশ্চিত করা হয়। এর আগে শুক্রবার জঙ্গিদের বিরুদ্ধে বিমান হামলা অব্যাহত রাখার ঘোষণা দেয় তুরস্ক সরকার। গত ২০শে জুলাই দেশটির সুরুক শহরে আইএস জঙ্গিদের হামলায় কমপক্ষে ৩২ জনের মৃত্যুর পর অভিযানে নামে তুরস্ক। বিমান হামলার পাশাপাশি আড়াই শতাধিক সন্দেহভাজন জঙ্গিকে আটক করা হয়।