জঙ্গিবাদ দমনে সচেতন র্যা ব: বেনজির
Comments are closedর্যাবের মহা পরিচালক বেনজির আহমেদ বলেছেন, জঙ্গিবাদ দমনে র্যাব হচ্ছে একটি এলিট ফোর্স। দেশকে কখনই জঙ্গিবাদের উর্বর ভূমি হতে দেয়া হবে না। সকাল ১১টার দিকে সদর উপজেলার মান্দারতলায় গোপালগঞ্জে এক অনুষ্ঠানে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।