জঙ্গিবাদ রুখতে প্রযুক্তি ব্যবহারে সতর্ক হতে হবে : প্রধানমন্ত্রী
Comments are closedমেধা ও দক্ষতা দিয়ে জনগনকে দ্রুত ও উন্নততর সেবা প্রদানের জন্য সরকারি কর্মকর্তাদের প্রতি আহবান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নভো থিয়েটারে আয়োজিত আন্তর্জাতিক সামিটের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ আহবান জানান। তিনি বলেন, কিভাবে দেশকে আরো উন্নত করা যায় সে বিষয়ে আরো নতুন নতুন কৌশল ও পদ্ধতির উদ্ভাবন করতে হবে। এসময় জঙ্গিবাদ রুখতে প্রযুক্তি ব্যবহারে সকলকে সর্তক হওয়ারও আহবান জানান প্রধানমন্ত্রী। তিনি আবারো জোর দিয়ে বলেন, এদেশে জঙ্গিবাদের কোন স্থান হবে না।