জঙ্গি হামলায় ব্যবসাখাতে নেতিবাচক প্রভাব
Comments are closedসাম্প্রতিক সময়ে জঙ্গি হামলার ঘটনায় দেশের ভাবমূর্তি যেমন ক্ষুন্ন হয়েছে, তেমনি নেতিবাচক প্রভাব পড়েছে ব্যাবসাখাতে। ব্যাবসায়ী নেতারা বলছেন, এই অবস্থা চলতে থাকলে দেশের অর্থনীতিতে বড় প্রভাব পড়বে। তবে, সরকারের বেশ কিছু পদক্ষেপে সন্তোষ প্রকাশ করেছেন তারা। আহবান জানিয়েছেন, জঙ্গিবাদ দমনে সামাজিক সচেতনতা বাড়ানোর।
পহেলা জুলাইয়ে গুলশান হামলায় নিহত ২০ জনের মধ্যে নয় জন ইতালিয়, সাত জন জাপানি ও একজন ভারতীয় নাগরিক। সেই ঘটনার পর, বাংলাদেশে ভ্রমণের ক্ষেত্রে নিজেদের নাগরিকদের জন্য বাড়তি সতর্কতা জারি করে বেশ কিছু দেশ। যার সরাসারি প্রভাব পড়ে ব্যবসা খাতে। বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশন-এফবিসিসিআই এর সাবেক সভাপতি আব্দুল হক মনে করেন, বিদেশীদের হত্যার উদ্দেশ্য দেশের অর্থনীতিতে ধ্বস নামানো।
আর এফবিসিসিআই এর বর্তমান সহ-সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন জানান, নিরাপত্তার কথা বিবেচনায়, বায়ারদের সঙ্গে বর্তমানে কিছু বৈঠক অনুষ্ঠিত হচ্ছে দেশের বাহিরে। আর, দেশে বিদেশী বিনিয়োগকারীদের চলাচলে সরকার পর্যাপ্ত ব্যবস্থা নেওয়ায় দ্রুতই পরিস্থিতি স্বাভাবিক হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
এই দুই ব্যবসায়ী নেতাই মনে করেন, জঙ্গিবাদ শুধু বাংলাদেশের নয়, বৈশ্বিক সমস্যা। তাই, তা মোকাবেলায় আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতার পাশাপাশি জন সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্ব দেন তারা।