জনকণ্ঠের বিষয়ে সিদ্ধান্ত বৃহস্পতিবার
Comments are closedবিচারকদের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে নিবন্ধ প্রকাশ করায় জনকণ্ঠের সম্পাদক ও নির্বাহী সম্পাদকের বিরুদ্ধে আদালত অবমাননার রুলের ওপর আগামী বৃহস্পতিবার রায় দিবে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে ৬ সদস্যের বৃহত্তর বেঞ্চ শুনানি শেষে আজ রায়ের এ দিন ধার্য করেন। গত ১৬ জুলাই সাকার পরিবারের তৎপরতা, পালাবার পথ কমে গেছে- এই শিরোনামে একটি কলাম প্রকাশ করে দৈনিক জনকণ্ঠ। কলামের কিছু বক্তব্যে আদালত অবমাননার অভিযোগ এনে ওই দু’জনের বিরুদ্ধে কেন শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না তা জানতে চেয়ে ২৯শে জুলাই সুয়োমোটো রুল জারি করেন আপিল বিভাগ।