জমে উঠছে রাজধানীর গরুর হাট
Comments are closedআর ঠিক ২ দিন পর পবিত্র ঈদুল আযহা। সবার নজর এখন পশুর হাটগুলোর দিকে। কোরবানী যতই এগিয়ে আসছ, ততই বাড়ছে গরু-ছাগলের বেচা-কেনা। ক্রেতা-বিক্রেতাদের পদভারে মুখর প্রত্যেকটি পশুর হাট। কোথাও গরু, কোথাও ছাগল কিনতে সাধ আর সাধ্যের সমন্বয়ে ব্যস্ত ক্রেতারা। তবে, সীমিত লাভের আশা করছেন ব্যবসায়ীরা । আজ থেকে ঈদের পরের তিনদিন পর্যন্ত মহাসড়কে লরি ও ট্রাক চলাচল বন্ধ থাকবে। তবে, পশুবাহী ট্রাক, গার্মেন্টস পণ্য, পচনশীল পণ্য ও ওষুধবাহী ট্রাক চলাচলে কোনো বাধা থাকবে না।