জম্মু-কাশ্মীরে গোলাগুলি এখনো চলছে
Comments are closed২০ ঘণ্টা পরেও জম্মু-কাশ্মীরের পাম্পোরে সেনাবাহিনীর সঙ্গে জঙ্গিদের গোলাগুলি এখনো চলছে। জঙ্গিদের সঙ্গে গুলির লড়াইয়ে সেনাবাহিনীর এলিট প্যারা ইউনিটের দুই কর্মকর্তাসহ তিনজন নিহত হয়েছেন। এ নিয়ে জঙ্গি হামলায় এখন পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬ জনে বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি। সেনাবাহিনী বলছে, জঙ্গিরা বিপুল পরিমাণ অস্ত্রে সজ্জিত থাকায় অভিযান দীর্ঘায়িত হচ্ছে। শেষ খবর পাওয়া পর্যন্ত, ভবনের একটি প্রান্তে আগুন ধরিয়ে দিয়েছে জঙ্গিরা।