জলদস্যু শান্ত ও আলম বাহিনীর আত্মসমর্পণ
Comments are closedআত্মসমর্পণ করলেন সুন্দরবনের জলদস্যু শান্ত ও আলম বাহিনীর ১৪ জন সদস্য। দুপুরে বরিশালে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের কাছে আত্মসমর্পণ করেন তারা। প্রথমে আবদুল বারেক তালুকদার শান্তর নেতৃত্বে বাহিনীর সদস্যরা, স্বরাষ্ট্রমন্ত্রীর হাতে অস্ত্র তুলে দেন। এরপর ,আত্মসমর্পণ করেন আলম ও তার বাহিনীর সদস্যরা। স্বাভাবিক জীবনে ফিরে আসার ইচ্ছে প্রকাশ করেন তারা। তাদের সকলের বাড়ি বাগেরহাটের মংলায় জেলায়। জলদস্যুরা ২০টি আগ্নেয়াস্ত্র ও এক হাজার ৮শ রাউন্ড গুলি জমা দেন। এসময়, সেখানে উপস্থিত, র্যাবের মহাপরিচালক বেনজির আহমেদ আহবান জানান, অন্যান্য জলদস্যুদের আত্মসমর্পণের। বলেন, দেশের দক্ষিণাঞ্জলকে পুরোপুরি জলদস্যু ও সন্ত্রাস মুক্ত করা হবে।আর, আত্মসমর্পণকারীদের প্রয়োজনীয় আইনী সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।এদিকে, জলদস্যু বাহিনীর আত্মসমর্পণের খবরে স্বস্তি ফিরে এসেছে সুন্দরবনসংলগ্ন উপকূল অঞ্চলের জনগনের মাঝে।