জাতিসত্তার পরিচয় পেল ছিটমহলবাসী
Comments are closedবাংলাদেশ ও ভারতের মধ্যে স্থলসীমান্ত চুক্তির পর গত রাত ১২টা ১ মিনিটে আনুষ্ঠানিকভাবে বিনিময় হয়েছে দুই দেশের মধ্যে থাকা ১৬২টি ছিটমহল। ঐতিহাসিক এ মাহেন্দ্রক্ষণকে ছিটমহলবাসী বরণ করে নেন নেচে-গেয়ে, মিছিল-স্লোগানে। এতদিন ভারতের ভেতর ৫১টি বাংলাদেশি ছিটমহল ও বাংলাদেশের ভেতর ১১১টি ভারতীয় ছিটমহল ছিল। এগুলো বিনিময়ের ফলে বাংলাদেশের ভেতর থাকা ছিটমহলবাসীরা পাচ্ছেন বাংলাদেশের নাগরিকত্ব আর ভারতের ভেতর থাকা ছিটমহলবাসীরা পাচ্ছেন ভারতের নাগরিকত্ব। নতুন দেশ, নতুন পতাকার পাশাপাশি নতুন পরিচয় পেয়েছেন নিজভূমে ৬৮ বছর পরগাছা হিসেবে থাকা ছিটমহলবাসী। এদিকে জাতিসত্তার পরিচয় পাওয়া ছিটমহলবাসীদের অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।