জাতীয় ঈদগাহ ময়দানে ৬ স্তরের নিরাপত্তা ব্যবস্থা
Comments are closedজঙ্গী ঘটনাকে মাথায় রেখে ৬ স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে জাতীয় ঈদগাহ ময়দানে। সকালে ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া উদগাহ ময়দান পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা জানান। ঈদে জামাত আদায় করতে আসা মুসল্লীদের তল্লাশী করে ভিতরে প্রবেশ করানো হবে বলে জানান কমিশনার। মুসল্লীরা নামায পড়তে আসার সময় জায়নামাজ ছাড়া আর কিছুই নিতে পারবে না। পুরো ঈদগাহ ময়দান সিসিটিভির ক্যামেরার আওতায় নেয়া হয়েছে। সব মিলিয়ে নিচ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানিয়েছেন আসাদুজ্জামান মিয়া।