জাতীয় ফুটবল দলের দায়িত্ব নিচ্ছেন বেলজিয়ামের টম সেইন্ট ফিট
Comments are closedবাংলাদেশ জাতীয় ফুটবল দলের নতুন কোচ বেলজিয়ামের টম সেইন্ট ফিট সকালে ঢাকা এসে পৌঁছেছেন। টম সেইন্ট আজই দলের দায়িত্ব বুঝে নেবেন বলে জানান বাফুফে কর্তৃপক্ষ। আর এই কোচের অধীনে বিকেলেই মামুনুল বাহিনী অনুশীলন শুরু করবেন। এদিকে,এশিয়ান কাপের বাছাই পর্বে ভুটানের সঙ্গে আগামী ৬ সেপ্টেম্বর ও ১১ অক্টোবরের দুই ম্যাচকে সামনে রেখে ৩২ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে বাফুফে। দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন জাফর ইকবাল,মোহাম্মদ আবদুল্লাহ ও কায়সার রাব্বী। সেই সঙ্গে জাতীয় দলে ফিরেছেন প্রাণতোষ দাস, হেমন্ত, জাহিদ হোসেন ও তৌহিদুল আলম। তবে বাদ পড়েছেন নাসিরুল ইসলাম ও ফয়সাল মাহমুদ। আগামী ২৪ জুলাই বাংলাদেশ প্রিমিয়ার লিগ-বিপিএলের নবম আসর শুরু হওয়ার আগে,এক সপ্তাহের জন্য নতুন কোচের অধীনে ক্যাম্প করবেন জাতীয় দলের ফুটবলাররা।