জাতীয় ফুটবল দলের নতুন কোচ ফ্যাবিও লোপেজ
Comments are closedজাতীয় ফুটবল দলের নতুন কোচ হিসেবে ইতালির ফ্যাবিও লোপেজের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করল বাংলাদেশ ফুটবল ফেডারেশন-বাফুফে। সন্ধ্যায় সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন বাফুফের সহ-সভাপতি তাবিথ আওয়াল। লোপেজের সহযোগি হিসেবে থাকবেন একই দেশের কোম্পানিও জুকানিক। এছাড়া, এনজেলা ফেবিও-কে ফিটনেস ট্রেনার হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। তবে মাত্র আগামী চার মাসের জন্য তারা দায়িত্ব পালন করবেন। এর আগে বৃহস্পতিবার ভোরে অনেকটা নীরবেই বাংলাদেশ ছাড়েন ডাচ কোচ লোডভিক ডি ক্রুইফ।