জাতীয় সংগীত পরিবেশন এবং জাতীয় পতাকা উত্তোলনের আহ্বান শিক্ষামন্ত্রীর
Comments are closedদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে নিয়মিত জাতীয় সংগীত পরিবেশন এবং জাতীয় পতাকা উত্তোলনের আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। সকালে রাজধানীর ঢাকা কলেজে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে ক্লাস শুরু কর্মসূচির উদ্বোধন শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি। জানান, বিষয়টি নিশ্চিত করতে মাঠ পর্যায়ের শিক্ষা কর্মকর্তাদের নির্দেশ দেয়া হয়েছে। ইংরেজি মাধ্যমের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে একই নির্দেশনা বাস্তবায়নের এবং জাতীয় ইতিহাস-ঐতিহ্যের শিক্ষাদান বাধ্যতামূলক করতে বিশেষ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান শিক্ষামন্ত্রী।