জাপানি নাগরিক হত্যায় তিন জনকে আসামি করে মামলা
Comments are closedময়নাতদন্তের পর জাপানি নাগরিক কুনিও হোশির মরদেহ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে। পুলিশ জানিয়েছে, হত্যাকাণ্ডের ঘটনায় অজ্ঞাতনামা তিনজনকে আসামি করে মামলা হয়েছে। আর এ পর্যন্ত ছয়জনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। ঢাকায় ইতালিয় নাগরিক চেজারে তাভেল্লা হত্যার ছয় দিনের মধ্যে শনিবার রংপুরে দুর্বৃত্তদের গুলিতে খুন হন জাপানি নাগরিক কুনিও।