জাপানী নাগরিক হত্যায় জড়িত জেএমবি
Comments are closedজাপানী নাগরিক কুনিও হোশি হত্যাকাণ্ডে জেএমবি জড়িত বলে জানিয়েছেন রংপুর রেঞ্জের ডিআইজি হুমায়ুন কবির। গতকাল নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেন, রানা নামে জেএমবি এক নেতাকে পীরগাছা থেকে গ্রেফতার করা হয়েছে , যিনি আদালতে স্বীকার করেছেন কুনিও হোশিকে গুলি করার বিষয়টি। গত ৩ অক্টোবর রংপুরের কাউনিয়া উপজেলার আলুটারিতে গুলিতে নিহত হন জাপানি নাগরিক কুনিও হোশি।