জাপানে টাইফুন ইতাউের আঘাত
Comments are closedজাপানে আঘাত হেনেছে টাইফুন ইতাউ। জাপানের আবহাওয়া সংস্থা জানায়, স্থানীয় সময় সকাল ১০টার পরপরই ঘন্টায় সর্বোচ্চ ১২৫ কিলোমিটার বেগে ঝড়টি আইচি অঞ্চলে আঘাত হানে। ঝড়টির প্রভাবে সেখানে প্রবল বর্ষণ ও ভারী বৃষ্টিপাত হচ্ছে। এরইমধ্যে বৈরী আবহাওয়ার কারণে দেশটির বেশ কয়েকটি ফ্লাইট ও ট্রেন যাত্রা বাতিল করা হয়েছে। জারি করা হয়েছে বন্যা ও ভূমিধস সর্তকতা ।