জাফরুল্লাহ চৌধুরির বিরুদ্ধে আবারও আদালত অবমাননার অভিযোগ
Comments are closedগণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা পরিচালক ড. জাফরুল্লাহ চৌধুরির বিরুদ্ধে আবারও আদালত অবমাননার অভিযোগ এনেছে আর্ন্তজাতিক অপরাধ ট্রাইবুনাল ২। সকালে বিচারপতি ওবাইদুল হোসেনের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল এই অভিযোগ আনেন। এবিষয়ে আগামীকাল আদেশ দেয়ার কথা রয়েছে। গত ১০ই জুন আদালত অবমাননার আরেক মামলায় কাঠগড়ায় এক ঘণ্টা দাঁড়িয়ে থাকার সাজা ভোগ করেন তিনি। পরে গণমাধ্যম কর্মীদের তিনি বলেন, আদালত তার সঙ্গে বিকৃত মানসিকতার পরিচয় দিয়েছে। সেই মন্তব্যের প্রেক্ষিতেই আজ আদালত অবমাননার অভিযোগ আনা হয়।