জার্মানীতে শরণার্থী নীতিকে সঠিক বললেন চ্যান্সেলর অ্যাঙ্গেলা মের্কেল
Comments are closed
জার্মানিতে সাম্প্রতিক কয়েকটি সন্ত্রাসী হামলার পর চাপের মুখেও, সরকারের নেওয়া শরণার্থী নীতিকে সঠিক বললেন চ্যান্সেলর অ্যাঙ্গেলা মের্কেল। তিনি বলেন, যুদ্ধের হাত থেকে বাঁচতে নিপীড়িত মানুষের নিরাপত্তা পাওয়ার অধিকার রয়েছে। বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে মের্কেল বলেন, সন্ত্রাসীরা জার্মানির শরণার্থী নেয়ার প্রস্তুতিকে বন্ধ করে দিতে চায়। যারা আশ্রয় পাওয়ার যোগ্য তাদেরকে আশ্রয়ের নীতিতে জার্মানি অটল থাকবে বলেও জানান, মের্কেল। গেল রোববার দেশটির আন্সবাখে আত্মঘাতী বোমা হামলা চালায় এক সিরীয়। এছাড়া, ১৮ জুলাই ট্রেনেও হামলা চালানো হয়। এরপরই মের্কেল তার নীতির জন্য সমালোচনার মুখে পরেন।