জিম্বাবুয়ে নারী ক্রিকেট দলের বিপক্ষে ৩৫ রানের জয় পেয়েছে বাংলাদেশ
Comments are closedসিরিজের প্রথম টি-টোয়েন্টিতে জিম্বাবুয়ে নারী ক্রিকেট দলের বিপক্ষে ৩৫ রানের জয় পেলো বাংলাদেশ। স্বাগতিকদের দেয়া ১২৬ রানের টার্গেটে ব্যাট করতে নেমে নির্দিষ্ট ওভারে মাত্র ৯০ রান করে জিম্বাবুয়ে। কক্সবাজারের শেখ কামাল আন্তজার্তিক ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠান সফরকারী দলের অধিনায়ক চিপো মুগেরি। আগে ব্যাট করতে নেমে আয়েশা রহমানের অর্ধতকের উপর ভর করে নির্ধারিত ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ১২৫ রান করে বাংলাদেশ। আর টি-টোয়েন্টি ক্যারিয়ারে নিজের প্রথম অর্ধশতক তুলে নেন আয়েশা রহমান। ১২৬ রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুরু থেকেই বাংলাদেশি বোলারদের চাপের মুখে পড়ে জিম্বাবুয়ে। রুমানা আহমেদ এবং সালমা খাতুনের বিধ্বংসী বোলিংয়ে শেষ পর্যন্ত ৮ ইউকেট হারিয়ে ৯০ রান করে সফরকারীরা। রুমানা নেন ৩ উইকেট, সালমা খাতুন নেন ২টি উইকেট। একই ভেন্যুতে সিরিজের দ্বিতীয় ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী ১৯ নভেম্বর।