জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার হারুন অর রশিদকে জেরা করেছে আসামিপক্ষ
Comments are closedজিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার ৩২তম ও শেষ সাক্ষী তদন্তকারী কর্মকর্তা দুদকের উপ-পরিচালক হারুন অর রশিদকে জেরা করেছে আসামিপক্ষ। সকাল থেকে রাজধানীর বকশিবাজারে স্থাপিত তৃতীয় বিশেষ জজ আবু আহমেদ জমাদারের অস্থায়ী আদালতে হারুন অর রশিদকে জেরা করা হয়। এর আগে গত ০৩ ফেব্রুয়ারি খালেদা জিয়ার পক্ষে জেরা শেষ করেছেন তার আইনজীবী আব্দুর রেজ্জাক খান। দুই মামলায়ই খালেদা জিয়ার পক্ষে অনুপস্থিতির জন্য আবেদন জানান তার আইনজীবী অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া। আদালত খালেদার অনুপস্থিতির আবেদন মঞ্জুর করে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার সাক্ষ্যগ্রহণের আদেশ দেন।