জুলাই হতে নতুন মূসক ও সম্পূরক শুল্ক আইন বাস্তবায়ন
Comments are closedপহেলা জুলাই হতে নতুন মূসক ও সম্পূরক শুল্ক আইন বাস্তবায়ন হবে বলে জানালেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান ড. নজিবুর রহমান। বিকেলে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনিস্টিটিউটে অর্থমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে একথা জানান তিনি। এসময় তিনি আরও জানান, আগামী মাস থেকে অনলাইনে ভ্যাট দিতে পারবেন গ্রাহকরা। যেহেতু ডিজিটাল পদ্ধতিতে অনলাইনে ভ্যাট আদায় করা হবে, সেজন্য সাইবার নিরাপত্তা বাড়ানোর ওপর গুরুত্ব দেয়া হচ্ছে বলেও জানান এনবিআর চেয়ারম্যান।