জেএমবি’র তালিকাভূক্ত সদস্য হাফিজ গ্রেফতার
Comments are closedময়মনসিংহের ভালুকা থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন-জেএমবি’র তালিকাভূক্ত সদস্য মো. হাফিজকে গ্রেফতার করেছে র্যাব। গতরাত উপজেলার জামিরদিয়া মাস্টারবাড়ি এলাকা থেকে র্যাব-১৪ তাকে গ্রেফতার করে। তার নামে জেএমবির অর্থায়ন, চাঁদাবাজি মামলাসহ ছয়টি মামলা রয়েছে রয়েছে বলে নিশ্চিত করেছ র্যাব।