জেএসসি ও জেডিসি পরীক্ষা শুরু
Comments are closedআজ থেকে শুরু হল জুনিয়র স্কুল সার্টিফিকেট-জেএসসি ও জুনিয়র দাখিল সার্টিফিকেট-জেডিসি পরীক্ষা। চলবে ১৮ই নভেম্বর পর্যন্ত। সারা দেশে এবার জেএসসি ও জেডিসি পরীক্ষায় অংশ নিচ্ছে ২৩ লাখ ২৫ হাজার ৯৩৩ জন শিক্ষার্থী। সকালে মতিঝিল আইডিয়াল স্কুল কেন্দ্র পরিদর্শন করেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। পরে সাংবাদিকদের বলেন, জেএসসি-জেডিসি পরীক্ষা নকল মুক্ত করতে সরকার সব রকম ব্যবস্থা নিয়েছে।