জো কক্স হত্যায় অভিযুক্ত টমাস মেয়ারকে আদালতে হাজির
Comments are closed
যুক্তরাজ্যের পার্লামেন্ট সদস্য জো কক্স হত্যায় অভিযুক্ত টমাস মেইরকে আদালতে হাজির করা হয়েছে। আদালতে জিজ্ঞাসাবাদের সময় তিনি অসংলগ্ন আচরণ করেছেন। এরপর তাকে হাজতে নেয়া হয়। সোমবার তাকে আবারও আদালতে হাজির করা হবে। গেল বৃহস্পতিবার ব্রিস্টলে গুলি ও ছুরিকাঘাতে নিহত হন লেবার এমপি জো কক্স। এসময় আটক করা হয় ৫২ বছর বয়সী টমাস মেইরকে। তার বিরুদ্ধে হত্যাসহ অবৈধ অস্ত্র রাখার অভিযোগ আনা হয়েছে।