জয়পুরহাটের কচুর লতি যাচ্ছে বিদেশে
Comments are closedদেশের চাহিদা মিটিয়ে বিদেশেও রপ্তানি হচ্ছে জয়পুরহাটের কচুর লতি । কম খরচে বেশি লাভ হওয়ায়, দিনে দিনে বাড়ছে লতির আবাদ। কৃষকরা জানান, কৃষি বিভাগের কাছ থেকে পরামর্শ ও বিভিন্ন সহযোগিতা পেলে যেমন আবাদ বাড়বে, পাশাপাশি বাড়বে বৈদেশ্যিক মুদ্রা আয়। আর, দ্রুত পচনশীল এই সবজিটি সংরক্ষণে একটি হিমাগার নির্মাণেরও দাবি জানান কৃষকরা।