জয়ের ধারা অব্যাহত রেখেছে বার্সা
Comments are closedচ্যাম্পিয়ন্স লিগে গ্রুপ পর্বের খেলায় জয়ের ধারা অব্যাহত রেখেছে নকআউট পর্বে এক পা দিয়ে রাখা বার্সেলোনা। গ্রুপ ই-তে ইতালিয়ান ক্লাব রোমার বিপক্ষে ৬-১ গোলে জিতেছে কাতালানরা। মেসি এবং সুয়ারেজের জোড়া গোলে সহজেই জয় তুলে নেয় এনরিকের শিষ্যরা। আরেক ম্যাচে, গ্রুপ এফ থেকে ডায়নামো জাগরেবের বিপক্ষে জয় তুলে নিয়েছে ইংলিশ ক্লাব আর্সেনাল। সানচেজের জোড়া গোলে ৩-০ ব্যবধানে জিতে গ্রুপে তিন নম্বরে এখন গানাররা। একই গ্রুপে,গ্রীসের ক্লাব অলিম্পিয়াকোসের বিপক্ষে ৪-০ গোলে জিতেছে জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখ। আর গ্রুপ জি-তে ম্যাকাবি তেল আবিব এর বিপক্ষে ৪-০ গোলে জিতেছে চেলসি।