জয়ের পথে সুচির এনএলডি
Comments are closedমিয়ানমারের সাধারণ নির্বাচনে বিপুল ব্যবধানে জয়ের পথে গণতন্ত্রপন্থি নেত্রী অং সান সুচির দল এনএলডি। প্রায় ৭০ শতাংশ আসনে জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছেন এনএলডি’র মুখপাত্র। এ পর্যন্ত ঘোষিত ফলাফলে ৫৪টি আসনের মধ্যে ৪৮টিতে জয় পেয়েছে সুচির দল। দলটি এরই মধ্যে জানিয়েছে, পার্লামেন্টের নিম্নকক্ষের ৪৫টি আসনের ৪৪টিই জিতেছে তারা। অংসান সু চি কে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।