ঝিনাইদহ ও কুড়িগ্রামে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশী নিহত
Comments are closedঝিনাইদহ ও কুড়িগ্রামে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে দুই বাংলাদেশী নিহত হয়েছেন। নিহতরা হলেন- ঝিনাইদহে জসিম উদ্দিন ও কুড়িগ্রামে লাল মিয়া। তারা দু’জনেই গরু ব্যবসায়ী ছিলেন। ভোরে পশ্চিম বঙ্গের নদীয়া জেলার হাজরা বিএসএফ ক্যাম্প এলাকায় এ ঘটনা ঘটে। নিহত জসিমের বাড়ি চুয়াডাঙ্গার দর্শনা এলাকায়। বিজিবি জানায়, মহেশপুর সীমান্ত দিয়ে ভারতে গরু আনতে যায় জসিম। এসময় হাজরা ক্যাম্পে বিএসএফের সঙ্গে কয়েকজন গরু ব্যবসায়ীর সংর্ঘষ হয়। একপর্যায়ে বিএসএফ সদস্যরা গুলি চালালে গুলিবিদ্ধ হয় গরু ব্যবসায়ী জসিম। পরে ভারতের একটি হাসপাতালে নেওয়ার হলে সেখানে তার মৃত্যু হয়। নিহতের মরদেহ ভারতের হাসখালী থানায় রাখা হয়েছে।